কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ত্রুটি সারানোর পর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ফের মেট্রোরেল চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশনস) ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারিগরি ত্রুটি সারানোর পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে ‘কারিগরি ত্রুটি’র কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ।
এর আগে গত ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা যায়।



