বরিশালসংবাদ সারাদেশ

 পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: মোঃ খোকন হাওলাদার 

নানা আয়োজনে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্রালে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন দফতর সমূহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ডায়াবেটিক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button