বরিশালসংবাদ সারাদেশ
বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
বরগুনা: মোঃ সাগর আকন
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে বরগুনায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবাবার (১৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপ–বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃর্ধা, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস প্রমুখ।
সাতদিন ব্যাপি বৃক্ষ মেলায় জেলার ৩০ টি নার্সারি অংশগ্রহণ করে। মেলা চলবে আগামী ২২ আগষ্ট পর্যন্ত। মেলায় ফলজ বনজ সহ বিভিন্ন ধরনের গাছ স্টল গুলোতে শোভা পাচ্ছে।