সাংবাদিকতা বিভাগে বাসপ পুরস্কার ২০২৩ পেয়েছেন চ্যানেল নাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক, লেখক ও সাংবাদিক আবিদ আজম। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ সাংস্কৃতি পরিষদ-বাসপের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা তুলে দেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ।
এ সময় সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক আলোচনা করেন অতিথিরা।
ওই অনুষ্ঠানে চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছেন চিত্রনায়ক ডি এ তায়েব, পোশাক খাতের প্রসারে বিশেষ ভূমিকা রাখায় সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন, ফ্যাশন হাউজ ফেদারসের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও প্রধান নির্বাহী ফারজানা রহমান।
শিশু সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করে রেডিও, টেলিভিশন, পত্রিকার পাতায় নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আবিদ আজম। সম্প্রচার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বিবিএফ-ইয়ূথ ইনোভেশন অ্যাওয়ার্ড’ ছাড়াও তার ঝুঁলিতে রয়েছে দেশগ্রাম অ্যাওয়ার্ড, সরকারী তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রশিক্ষক সম্মাননা, লাটাই ছড়া সাহিত্য পুরস্কার, সাহিত্য প্রণোদনা পুরস্কার, স্টার ভয়েজ সম্মাননা, খেলাঘর সম্মাননা, প্রথম আলো কৃতি ছাত্র সংবর্ধনা ইত্যাদি।
স্বল্পপ্রজ লেখক, শিশুসাহিত্যিক ও ছড়ার কবি আবিদ আজমের এ পর্যন্ত গল্প ও ছড়া-কবিতার প্রকাশিত গ্রন্থের মধ্যে- আমাদের ক্লাসে একটা পরী আছে, খসড়া ছড়ার পসরা, বইখেকো ভূত, একটা ছড়া লুকিয়ে আছে মায়ের আঁচল তলে ও ভূত ডট কম উল্লেখযোগ্য। বিভিন্ন পত্রিকায় সাহিত্যের নানা বিষয়ে কয়েক হাজার লেখা প্রকাশিত হলেও প্রথম বই প্রকাশ পায় ২০১০ সালে। মৌলিক বই ছাড়াও যৌথগ্রন্থ আছে প্রায় ত্রিশটি। প্রকাশিত সম্পাদনা গ্রন্থ- বাংলাদেশের নির্বাচিত কিশোর মুক্তিযুদ্ধের গল্প ব্যাপক সাড়া ফেলে পাঠক মহলে।