মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য সুন্দর এক সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এ অলরাউন্ডার। এরপরেই সেঞ্চুরির দেখা পান শান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে নেমে সেঞ্চুরির দেখা পান মেহেদি হাসান মিরাজ। ৫ বছর পর ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইনজুরির কারণে দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মোহাম্মদ নাইম শেখের সঙ্গে ওপেনিংয়ে খেলানো হয় তানজিদ হাসানকে।সেই ম্যাচে দ্বিতীয় ওভারেই ভাঙে ওপেনিং জুটি। দলীয় মাত্র ৪ রানে ফেরেন তানজিদ।
আগের ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে নাইম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় মেহেদি হাসান মিরাজকে। ওপেনিংয়ে ত্রাতার ভূমিকা পালন করতে নেমে ইতিহাস গড়েছেন মিরাজ।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৩০তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন শান্ত। চলতি বছরে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে৯৩ বলে ১২টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন শান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে টেস্টে ৪টি সেঞ্চুরি করেন।
৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছির বাংলাদেশের ইনিংসে। কিন্তু বিপদে পড়তে দেননি মিরাজ ও শান্ত। দেড়শ রানের জুটি গড়েছেন তারা। ১৫৬ বলে তাদের জুটির রান দেড়শ পেরিয়েছে। পঞ্চমবারের মতো ওয়ানডে ক্রিকেটে তৃতীয উইকেটে ১৫০ এর বেশি রানের দেখা পেল বাংলাদেশ।