খেলাধুলা

কুমিল্লায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম

মোহনা অনলাইন

কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রায় ৩০ একর জায়গা চূড়ান্ত করা হয়েছে। নতুন এ স্টেডিয়ামটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক ও চাঁদপুর সড়কের পূর্ব পাশে জেলার সদর দক্ষিণ উপজেলার আলোকদিয়া গ্রামে নির্মাণ করা হবে। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পূর্ণ এ স্টেডিয়ামের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।

তবে স্থানীয় ক্রীড়ামোদীরা ধারণক্ষমতা বাড়িয়ে অন্তত ৩০ হাজার করার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিজ নির্বাচনী এলাকায় নতুন এ স্টেডিয়ামটি হচ্ছে।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউপির জেলখানা বাড়ির পূর্ব পাশে আলোকদিয়া গ্রামে স্টেডিয়ামটি নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) স্টেডিয়ামের সমীক্ষা শুরু করেছে। এ স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি ইনডোর গেমস, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস খেলার সুযোগ থাকবে।

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রকৌশলী মোখলেছুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যে আমরা স্টেডিয়ামের স্থানটি পরিদর্শন করেছি। কুমিল্লা জেলা প্রশাসকের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার কাজও আমরা শেষ করেছি। প্রায় ৩০ একর জায়গা চূড়ান্ত করা হয়েছে। ১ হাজার ৯ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে নতুন স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে। তবে স্থানীয় ক্রীড়ামোদীরা ধারণক্ষমতা বাড়িয়ে অন্তত ৩০ হাজার করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, গত ১৫ জুলাই জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অতিরিক্ত মহাপরিচালক কে এম আলী রেজার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করে। তারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম ও তথ্যপাত্ত দেয়। অন্তত ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে যেন খেলা দেখতে পারেন, সেই মানের স্টেডিয়াম করার জন্য কুমিল্লাবাসীর পক্ষে দাবি জানিয়েছি আমরা।

এদিকে কুমিল্লায় আন্তর্জাতিক মানের এ স্টেডিয়াম নির্মাণ করার জন্য ৩০ একর জায়গা চূড়ান্ত করায় খুশি জেলার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। তারা দ্রুত এ স্টেডিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন করার জোড় দাবি জানান।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, স্টেডিয়াম নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত চেয়েছেন। সেখানে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button