খেলাধুলা

এশিয়া কাপের মাঝপথে লাহোর গেলেন বিসিসিআই কর্তারা

মোহনা অনলাইন

এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো লাহোর। এশিয়া কাপের ম্যাচ দেখতে পিসিবি চেয়ারম্যানের আমন্ত্রণে পাকিস্তানে পৌঁছেছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহসভাপতি রাজীব শুক্লা। ক্রিকেটসহ দুই দেশের সব ধরনের সম্পর্ক উন্নয়নে এই সফর বড় ভূমিকা রাখবে বলে আশা পিসিবি ও বিসিসিআই কর্মকর্তাদের।

বিরাট কোহলিদের সঙ্গে বাবর আজমদের মধুর সম্পর্ক নিয়ে বিস্ময় ক্রিকেট বিশ্বে। যে দুই দেশের সম্পর্কে এত বৈরিতা, সেই ভারত-পাকিস্তানের ক্রিকেটাররাই একে অপরের বন্ধু! খেলার মাঠের মতো ক্রিকেট কূটনীতিতেও সম্পর্কটা দৃঢ় করতে চাইছে বিসিসিআই ও পিসিবি। আর সে লক্ষ্যে একটা মাইলফলক হয়ে থাকবে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার পাকিস্তান সফর।

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের আমন্ত্রণে সাড়া দিয়ে এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্তা। তাদের সফর কেন্দ্র করে লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দপূর্ণ মনোভাবের কথা বলেন রজার বিনি ও রাজীব শুক্লা। তবে সুকৌশলে এড়িয়ে যান পাকিস্তানে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেটারদের পাঠানোর প্রশ্ন।

পাকিস্তানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনি বলেন, ‘আমি ২০০৫ সালে শেষবার পাকিস্তানে এসেছিলাম। তাদের এখানে আতিথেয়তা সবসময় বেশ ভালো।’

হাইব্রিড মডেলের এশিয়া কাপে পাকিস্তানে হচ্ছে মোটে ৪ ম্যাচ। মূলত ভারতের আপত্তির কারণেই আয়োজক হয়েও পুরো আসর নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পিসিবি। কিন্তু তিক্ত অতীত ভুলে বন্ধুত্বের হাত বাড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ।

বিসিসিআই কর্তাদের সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা দারুণ মুহূর্ত। রাজার বিনি ও রাজীব শুক্লাকে পাকিস্তানে স্বাগত জানাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দেয়ায় তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই দুই বোর্ডের সম্পর্ক দৃঢ় হবে। পাকিস্তান-ভারত সম্পর্কের উন্নয়ন হবে।’

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button