গাজীপুরের কালিয়াকৈর প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিক মিনারা আক্তার।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে , উপজেলার জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী গত এক বছর যাবত স্কুলে যাওয়া আসার পথে মিনারা আক্তার কে প্রেমের প্রস্তাব দিয়ে আসে প্রেমিক আশিকুর রহমান। এরই প্রেক্ষিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাকে বিয়ে না বলে সাফ জানিয়ে দেন। কোন কিছুতেই শুরাহা না হওয়ায় আজ শুক্রবার সকালে মিনারা আক্তার ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। ছেলে আশিকুর রহমান পলাতক রয়েছে। এই বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী মেয়ে।
মেয়ে মিনারা আক্তার জানান, গত এক বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষন করে। আমি এখন এর বিচার চাই আমি এই বাড়ি থাকবো কোথাও যাবো না।
ছেলের পিতা রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে কোন প্রমাণ নেই আমার ছেলে কি হয়রানি করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে।
ওই এলাকার মাতব্বর সুকুর মিয়া জানান, বেশ কয়েকদিন যাবৎ শুনছি মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে ধর্ষন করছেন। আজ সকালে এসে দেখি মেয়ে ছেলের বাড়িতে উঠে পড়ছে ।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সোহেল মোল্লা জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে উভয় পক্ষকে ডাকা হয়েছে মীমাংসা করার জন্য ছেলে পলাতক থাকার কারণে সমাধান করা যায়নি। বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা চলছে।