সুপার ফোরের প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে একজনকে পরবির্তন করা হয়েছে। আফিফ হোসেনের বদলি হিসেবে দলে এসেছেন নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন নেই। গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকেরা। দলে আছেন, পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকসানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। টসের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, দলে আফিফ হোসেনের জায়গায় স্পিনার নাসুম আহমেদকে অর্ন্তভুক্ত করা হয়েছে। দলে আছেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।