এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের তিন ম্যাচেই হেরেছে। প্রথম দুই ম্যাচ মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে হেরেছিল। আজ তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল শক্তির ফিলিপাইনের কাছেও হেরেছে কোচ জুলফিকার মাহমুদের শিষ্যরা।
টানা তিন হারের পর আজকের ম্যাচের বিশ্লেষণ করলেন কোচ এভাবে, ‘ফিলিপাইন আজ আমাদের চেয়ে খুব বেটার ছিল না। আমরা দু’টো সুযোগ পেয়েছিলাম। জাভেদ ঠান্ডা মাথায় ফিনিশ করতে পারলে গোল পেতাম। বাপ্পীর শটটি প্রতিপক্ষ গোলরক্ষক ভালো সেভ করেছে।’
বাংলাদেশ এক গোল হজম করে হেরেছে। সেই গোলের উৎস বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার। এই প্রসঙ্গে কোচের ব্যাখ্যা, ‘ফরোয়ার্ড গোলমুখে বল নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে পেছন থেকে ফাউল করার কোনো মানেই হয় না। সেটাই আমরা করেছি।’
টানা তিন ম্যাচ হারের পরও ইতিবাচক দিক খুজে পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার, ‘এই টুর্নামেন্ট থেকে আমাদের শিক্ষণীয় কোন মুহূর্তে কি করণীয়-আন্তর্জাতিক অঙ্গনে চাপ সামলানো, আবেগকে নিয়ন্ত্রণ করা।’