ঢাকা
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ‘রাফিয়া হাসপাতালকে’ দেড় লক্ষ টাকা জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে রাফিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় আটি বাজারে এই হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
সরকারের অনুমতি ছাড়া হাসপাতালে ১০ বেডের পরিবর্তে ১৫ বেডে উন্নতি করা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে এই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমান।