স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ তিন জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ২শ ৯৩ জন রোগী ভর্তি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন গত ২৪ ঘন্টায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২শ ৯৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদরসহ নয়টি উপজেলার বিভিন্ন হাসপাতালে ৭শ ৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী শিশু সন্তান আল সামী, সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মন্ডলের স্ত্রী আনোয়ারা (৪৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

রোববার (০১ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১শ ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৬৫ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩শ ১৪ জন। এরমধ্যে ১১ হাজার ৪শ ৯০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

এদিকে ডেঙ্গুর প্রকপ বেড়ে যাওয়ায় রোগীর চিকিৎসা সেবা দিতে হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্টাফরা হিমশিম খাচ্ছেন। শয্যা সংকটে রোগীদের ফ্লোরে, বারান্দায় ও সিড়িতে শুয়ে বসে চিকিৎসা নিতে দেখা গেছে। মশক নিধনের কার্যক্রম কাজে আসছে না বলে মনে করছে সচেতন মহল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button