বিশ্বকাপে বাংরাদেশকে ভালো খেলতে হলে সাকিব আল হাসান বা লিটন দাস নয়, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ভালো খেলতে হবে। এমনটাই মনে করেন দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর মতে, মেহেদি যদি ভালো ফর্মে থাকে, তাহলে বিশ্বকাপে ভালো ফল করবে বাংলাদেশ। বাইরে থেকে কি বিতর্ক বাড়িয়ে দিলেন মাশরাফি?
বিশ্বকাপ শুরুর আগে মাশরাফি বলেন, ‘‘লিটন আর তানজিম ভাল ওপেনার। কিন্তু আমার মনে হয় মেহেদিকে ওপেনিং এ পাঠানো উচিত। কারন, ওপেনার হিসাবে মেহেদি সফল। বিপক্ষ দলের কাছে ও অচেনা। তাই ওকে পাঠালে লাভ হবে বাংলাদেশের। মেহেদি ভালো খেললে বাংলাদেশ বিশ্বকাপে ভাল খেলবে।’’
মর্তুজার মতে, মেহেদি এক জন ভাল অলরাউন্ডার। ফলে ব্যাটের পাশাপাশি বল হাতেও বড় ভূমিকা নিতে পারেন তিনি। মর্তুজা বলেন, ‘‘মেহেদি এক জন পরিপূর্ণ ক্রিকেটার। ভাল ব্যাট করে। ভাল বল করে। ভারতের উইকেটে স্পিনারেরা সাহায্য পায়। মেহেদিও পাবে। নিজের উপর আত্মবিশ্বাস আছে ওর। সাকিবকে তার উপর ভরসা দেখাতে হবে।’’
বিশ্বকাপ খেলতে এলেও বাংলাদেশ ক্রিকেট অশান্তি চলছে। তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। তার পরেই বিতর্ক তৈরি হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তামিম। পাল্টা মুখ খুলেছেন বর্তমান অধিনায়ক সাকিব। সব মিলিয়ে দলের ভেতর একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তার মাঝেই মেহেদিকে নিয়ে বড় কথা বললেন সাবেক অধিনায়ক।