ঢাকা

৩ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২১ ঘরবাড়ি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় । তিন মিনিটের ঝড়ে ভেঙ্গে গেছে ২১টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে সোনাতন্দী গ্রামে। রাতে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।

স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি বসতঘর তচনছ হয়ে যায়।

ঘূর্নিঝড়ে হাফেজ মো. সগির মুন্সির বসতবাড়ীর দুটো বসতঘর ভেঙ্গে যায়। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। লিপি বেগম কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রানে বেঁচে যান।

এছাড়াও লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইয়ুম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, দেলো ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, নিছার কাজী, ছানোয়ার কাজী, আতিক কাজী, ছত্তার কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। খোলা আকাশের নিচে করছে বসবাস।

বিদ্যুতের তাঁর ছিড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে যায়। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।

বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ভয়াবহ ঘূর্ণিঝড়ে সোনাতন্দী গ্রামের ২১ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের থাকা ও খাবার-দাবারের কোন ব্যবস্থা নাই। আমি আপাতত কিছু শুকনো খাবার দিয়েছি। সকালে ইউএনও স্যার সরেজমিন পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্যও আসবেন। আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াবো।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button