বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ দু দল।
ভারতের লক্ষ্ণৌতে শনিবার (২১ অক্টোবর) সকালে এই ম্যাচ শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিয়েছে নেদারল্যান্ডস।
গত জুনে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ দেখা হয়েছিল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের। ওই আসরে সুপার সিক্স পর্বে ও ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল লঙ্কনরা। বাছাই পর্বের সেরা দু দল হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।
সব মিলিয়ে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। এতে শ্রীলঙ্কার জয় ৫টিতে। শূন্য নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।