টানা ৪ জয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে দুদল। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে দেখা যাবে নিউজিল্যান্ডকে।
রোববার (২২ অক্টোবর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
ম্যাচটিতে ভারতীয় একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুরের বদলে খেলবেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। তবে নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের মতোই তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে খেলবে কিউইরা।
মুখোমুখি ১১৬ ওয়ানডেতে ৫৮ জয় ভারতের আর ৫০ জয় নিউজিল্যান্ডের। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। এ দিকে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। ৮ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় রয়েছে ৩টিতে। এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই আসর থেকে ছিটকে পড়েছিল ভারত। এবার ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া মেন ইন ব্লুরা।
নিজেদের পৃথক সবশেষ পাঁচ ম্যাচে কেবল ১টিতে হেরেছে ভারত। বাকি চার ম্যাচে রোহিত শর্মাদের জয় এসেছে। এ দিক থেকে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। নিজেদের সবশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি কিউই বাহিনী। এবার প্রথম হারের মুখ দেখতে হবে যেকোনো একটি দলকে।
ভারতের একাদশ