বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। পাকিস্তানের জন্য ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকার লড়াই। হারলেই বিদায় নিশ্চিত। অন্যদিকে জয় পেলে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখবে নিউজিল্যান্ড।
তাই, প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের বিকল্প নেই দুদলের সামনে। এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের দলকে জয়ের জন্য ৪০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। রাচীন রবীন্দ্র সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন।