বিশ্বকাপের পরপরই বাংলাদেশের সাথে দুই টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। একাধিক স্পিনার দিয়ে সাজানো দলে যোগ হয়েছেন এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও ইশ সোধি।
টিম সাউদিকে অধিনায়ক করে দুই টেস্টের দলে রয়েছেন কেইন উইলিয়ামসনও। নিউজিল্যান্ড দলের নির্বাচক স্যাম ওয়েলসও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা এমন একটা দল সাজিয়েছি, যারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এজাজ, ইশ, মিচ, গ্লেন ও রাচিন, ওদের মধ্যে আমরা ভালো একটা স্পিন আক্রমণ পাচ্ছি। বৈচিত্র্যও আছে যথেষ্ট। আশা করি, সিরিজের বিভিন্ন সময় ওরা কার্যকর ভূমিকা পালন করবে।’
আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।