খেলাধুলা

টেন্ডুলকার-সাকিবের রেকর্ড ভাঙলেন কোহলি

মোহনা অনলাইন

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশিবার ৫০এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এক্ষেত্রে কোহলি ভেঙেছেন স্বদেশি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড ভাঙেন কোহলি।

বিশ্বকাপের চলমান আসরে অষ্টমবারের মত ৫০ এর বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি। বিশ্বকাপে এক আসরে সাতটি করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন টেন্ডুলকার ও সাকিব।

২০০৩ সালে টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব সাতবার করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে টেন্ডুলকারের ইনিংসগুলো ছিলো এমন- ৫২, ৩৬, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৫, ৯৭, ১৫, ৮৩ ও ৪। ২০১৯ সালে মেগা ইভেন্টে সাকিব খেলেছিলেন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪ রানের ইনিংস।

এখন টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড দখলে নিয়ে নিলেন কোহলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button