বিশ্বকাপ ফাইনাল হারের পর হতাশা গ্রাস করেছিল বিরাট কোহলিকে। স্টেডিয়ামেই কোহিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট। কিন্তু এরই মধ্যে বিরাট কোহলির একটি ছবি সামনে এসেছে। যা নিয়ে তোলপার শুরু হয়ে গিয়েছে। উদ্বেগে ফ্যানেরাও।
হঠাৎ বিরাট কোহলির এ কী হল? কোনও দুর্ঘটনার কবলে পড়েছিলেন? না কি পড়ে গিয়ে আহত হয়েছেন? সারা মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। নিজেই নিজের অবস্থার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন বিরাট। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাঁ চোখে কালশিটে পড়ে গিয়েছে। মনে হচ্ছে, যেন কেউ মেরেছে। নাকের উপর লাগানো রয়েছে ব্যান্ড-এইড। অর্থাৎ সেখানেও লেগেছে। শুধু তা-ই নয়, কপালে ও ডান দিকের গালে কাটার দাগ রয়েছে।
তার পরেও মুখের হাসি কমেনি বিরাটের। এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নও দেখাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘‘আপনাদের উচিত অন্য লোকটাকে দেখা।’’ বিরাটের এই ছবি দেখে তাঁর ভক্তেরা পড়েছেন ধোঁয়াশায়। এত আঘাত লাগলে কী ভাবে কারও মুখে হাসি থাকে? কী ভাবেই বা তিনি ভিকট্রি চিহ্ন দেখাতে পারেন? তা হলে কি কোনও যুদ্ধ জিতেছেন বিরাট!
কেন তাঁর এই অবস্থা হয়েছে তার কারণ না জানালেও বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট, কোনও বিজ্ঞাপনের জন্য এই রূপ নিতে হয়েছে তাঁকে। বিরাটের টি-শার্টেও সেটা বোঝা যাচ্ছে। বিখ্যাত সংস্থা ‘পুমা’-র বিপণন দূত বিরাট। সেই বিজ্ঞাপনের জন্যই হয়তো এ রকম সাজতে হয়েছে ভারতীয় ক্রিকেটারকে।