শুরুটা নড়বড়ে হলেও মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান।
১২১ বলে ৬১ রান করে জয় ও ৩৬ বলে ১৩ রান করে ক্রিজে আছেন মুমিনুল হক।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ২ উইকেটে হারিয়ে ফেললেও ইনিংসের ২৭ তম ওভারেই দলীয় শতরান পেরিয়েছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল।
ইনিংসের ১৩ তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই দলের একাদশে স্পিনারের ছড়াছড়ি দেখেই আঁচ করা যাচ্ছিল, সিলেটের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। বাংলাদেশ এক পেসারের বিপরীতে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে।