বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচ খেলেন তামিম। এরপর থেকেই মাঠের বাইরে এই ওপেনার। সবার কৌতূহল ছিল কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি। আজ নিজ বাসায় সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, আসন্ন বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তিনি।
চোট সারিয়ে আবার ২২ গজে ফিরছেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন তিনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকেই আবার খেলায় ফেরার কথা জানিয়েছেন তামিম।
বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আলোচনা চলে তামিম-পাপনের। পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই চলে যান তামিম। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরণের কথাই বলেননি টাইগার এই ওপেনার।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় বনানী ডিওএইচএসের নিজ বাসভবনে দেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলন করেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাবেন তিনি।
নিজেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার কথা জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘‘সম্ভবত বিপিএল থেকে আমি আবার খেলা শুরু করব। কয়েক দিন পর আপনারা একটা ধারণা পেতে পারেন। আরও একটা মাস অপেক্ষা করতে চাইছি না। শুধু শুধু বিষয়টাকে লম্বা করার ইচ্ছা নেই আমার। বোর্ড সভাপতির সঙ্গে অনেক কথা হয়েছে। তাঁদের মতামতকেও সম্মান করা উচিত। তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চাই। আগে বিপিএল খেলি। পরেরটা পরে দেখা যাবে।’’
বিপিএল খেলার কথা জানালেও আন্তর্জাতিক ক্রিকেটে আবার কবে দেখা যাবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তামিম। মনে করা হচ্ছে, বিপিএলে তাঁর পারফরম্যান্সের উপরেই অনেকটা নির্ভর করবে জাতীয় দলে ফেরার ব্যাপারটি।