দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি দায়িত্ব থেকে অবসর নেন।
লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছে বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান।
আজ দুপুরে বাফুফে ভবনে নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনের পর আকস্মিকভাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের ডাকেন। সঙ্গে ছিলেন বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান এবং সদস্য জাকির হোসেন চৌধুরি। উপস্থিত সাংবাদিকদের বাফুফে সভাপতি বলেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের সহ-সভাপতি ইমরুল হাসান পালন করবে।’
নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ইমরুল হাসান বলেন, ‘বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার উনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায় আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’
উল্লেখ্য, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান অল্প দিনেই ফুটবলে বেশ জনপ্রিয় সংগঠক হয়েছেন। লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে তার নিরপেক্ষতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা এই প্রশ্নের উত্তরে ইমরুল হাসান বলেন,’ কাজ শুরু করি সময় এর উত্তর দেবে। ‘চলতি মৌসুমে ইতোমধ্যে সূচি ঘোষিত হয়েছে। আগামী মৌসুমে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া সূচি আরো সামঞ্জস্য রাখার প্রত্যয় নতুন চেয়ারম্যানের।