কাতারের লুসাইলে অধরা বিশ্বকাপের ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ঘুচিয়েছে তিন যুগের খরা। বর্ণিল লিওনেল মেসির ক্যারিয়ার। দুই দশকের ফুটবল জীবনে প্রায় সবকিছুই জিতেছেন তিনি। বলা যায়, ফুটবলারদের মধ্যে তিনি অনন্যই। এমন একটা ক্যারিয়ারের জন্য মেসি তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই পারেন।
চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, সুপারকোপা ডি এস্পানা, লিগ ওয়ান, কোপা আমেরিকা; মেসি কি জেতেননি? ব্যক্তিগত অর্জন তো ভুরিভুরি। বাকি ছিল কেবল বিশ্বকাপ। কাতারে সেই অভাববোধও ঘুচে যায় আর্জেন্টাইন জাদুকরের। এমন ক্যারিয়ারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি।
ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘খুব কমই প্লেয়ার আছে, যারা বলতে পারে ক্যারিয়ারে সবকিছু জিতেছে। আমি তাদের একজন, ঈশ্বরকে ধন্যবাদ।’