চট্টগ্রাম নগরে আধা ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে একটি বাসের চালক দগ্ধ হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) রাতে আকবরশাহ ও দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১০টার দিকে নগরের দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে চালকের আসনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের চালক দগ্ধ হন। তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে আকবরশাহ থানার আকবরশাহ মাজারের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী ছিলো না।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আকবরশাহ মাজারের সামনে রাস্তায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, দামপাড়া এলাকায় একটি বাসে চালকের আসনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক দগ্ধ হন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।