অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলে কত পেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের মধ্য দিয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে টাইগাররা।
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে সেটি আগে থেকেই চূড়ান্ত করে রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জেতায় বাংলাদেশ দল পেয়েছে ১৫ হাজার ইউএস ডলার, বাংলাদেশি টাকায় যা ১৬ লাখ ৫৮ হাজার টাকার বেশি। উক্ত প্রাইজমানি তুলে দিয়েছেন এসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
টুর্নামেন্ট সেরা হয়ে বাংলাদেশের আশিকুর রহমান শিবলী প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৭৫০ ডলার। ফাইনালে শতক হাঁকানো এই ব্যাটার ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন।
উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।