দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৬৬ নিয়ে রাজধানীর বাতাসের মান “অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে। এ নিয়ে টানা দুই দিন এ তালিকায় এ তালিকায় শীর্ষস্থানে রিইল ঢাকা। এর আগে চলমান ডিসেম্বর মাসে একাধিকবার দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা।
বুধবার সকালে দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, যার মাত্রা ২১ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।
১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে “ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।