ওয়ানডে সিরিজ শেষে এখন পালা টি২০ সিরিজের। প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয় থেকে আত্মবিশ্বাস কুড়িয়ে এবার টি২০ সিরিজে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তবে চলমান এই সফরে টাইগার ভক্তদের জন্য দুর্ভাবনার বিষয় ম্যাচের সময়। কারণ ওয়ানডে ম্যাচের অধিকাংশই পার হয়ে যায় ঘুম ভাঙার আগেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ হেরেছে টাইগাররা। বৃষ্টিবিঘিœত প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছেন নাজমুল হাসানরা। কিন্তু সেই ম্যাচে অর্জন ছিল সৌম্য সরকারের ১৫১ বলে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। হয়েছিলেন ম্যাচসেরাও।
আর গত পরশু হওয়া তৃতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে যেটি প্রথম ওয়ানডে জয় বাংলাদেশের। মাত্র ৯৮ রানে কিউইদের থামিয়ে ৯ উইকেটে বড় জয় তুলে নেয় টাইগাররা। যেখান থেকে আত্মবিশ্বাস কুড়িয়ে টি-২০ সিরিজে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে ওয়ানডের মতো টি-২০তেও তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো কষ্ট করে ভোর ৪টায় দেখতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। এবার টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২.১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায়। এবার খুব সহজেই টি-২০-এর রোমাঞ্চ উপভোগ করবে টাইগার-ভক্তরা।
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের মতো টি-২০তেও হতাশার গল্প বাংলাদেশের। কিউইদের ঘরের মাঠে এখন পর্যন্ত ৯ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার কি টি-২০তেও হতাশার সেই গল্পটা বদলাতে পারবেন নাজমুল-লিটনরা? জয়খরা এবার ঘুচাতে পারে কি না- সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের টি২০ স্কোয়াড: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি২০ সিরিজের সূচি :
ম্যাচ তারিখ ও বার সময় ভেন্যু
প্রথম টি২০ ২৭ ডিসেম্বর, বুধবার বেলা ১২টা ১০ মিনিট ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দ্বিতীয় টি২০ ২৯ ডিসেম্বর, শুক্রবার বেলা ১২টা ১০ মিনিট বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
তৃতীয় টি২০ ৩১ ডিসেম্বর, রোববার ভোর ৬টা বে ওভাল, মাউন্ট মঙ্গানুই