স্বাস্থ্য

কোভিড জেএন.১ সাবভ্যারিয়েন্ট এ আক্রান্ত হলে কী করবেন?

মোহনা অনলাইন

ফের ভারতের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। এমনকী এরাজ্যেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই সকলকেই এই সময়টায় সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তাঁদের কথায়, করোনার নতুন উপপ্রজাতি জেনএন.১ কিন্তু অত্যন্ত সংক্রামক। তাই একটু অসচেতন হলেই রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। আর বিশেষজ্ঞদের মুখে এমন সচেতনতা বাণী শোনার পরই সাধারণ মানুষের চোখ কপালে উঠছে। তাঁরা জানতে চাইছেন যে, এই ভাইরাসের ফাঁদে পড়লে ঠিক কোন পথে হবে চিকিৎসা? আর এই প্রশ্নের উত্তর জানার লক্ষ্য নিয়েই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পালের সঙ্গে। তিনিই আমাদের এই বিষয়ে বিশদে জানালেন। আশা করছি, তাঁর পরামর্শ জানার পর আপনার মনের ভয় দূর হবে। এমনকী আপনিও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।

ডা: রুদ্রজিৎ পালের কথায়, করোনা ঘনঘন নিজের রূপ বদলে নেয়। এটাই তার চারিত্রিক বৈশিষ্ট। তাই মাঝে মধ্যেই যে নতুন নতুন কোভিড ভ্যারিয়েন্ট সামনে আসবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সুতরাং অহেতুক করোনার জেএন.১ নিয়ে এতটা লাফালাফি করার কোনও অর্থ নেই। বরং শান্ত মাথায় করোনা প্রতিরোধের চেষ্টা করুন। তাতেই এই সময়টা হেসেখেলে কাটিয়ে দিতে পারবেন।

​জেনএন.১ এর মতো সাবভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর শরীরে সাধারণত মৃদু উপসর্গ ফুটে উঠছে। আর এইরকম পরিস্থিতিতে লক্ষণভিত্তিক চিকিৎসা করলেই উপকার মিলবে। সেক্ষেত্রে জ্বর এলে জ্বরের ওষুধ, সর্দি-কাশি হলে তার ওষুধ দেওয়া হয়। এতেই রোগী সুস্থ হয়ে উঠবেন। এক্ষেত্রে আলাদা করে কোভিডের ওষুধ ব্যবহার করার প্রয়োজন পড়ে না বলেই জানালেন ডা: রুদ্রজিৎ পাল।

ডা: রুদ্রজিৎ পালের কথায়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আর এই কথাটা কোভিডের ক্ষেত্রেও ১০০ শতাংশ খাটে। তাই এই সময় যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন। সেই সঙ্গে ঘরের বাইরে মাস্ক পরা মাস্ট। এর পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না যেন! ব্যস, তাহলেই অনায়াসে এই কঠিন সময়টা পার করে দিতে পারবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button