নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় না পাওয়া বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
প্রথমবারের মত নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর অপেক্ষায় আছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা।
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামতে পারে। একাদশে দেখা যেতে পারে ফিন অ্যালেন ও ম্যাট হেনরিকে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।