চট্টগ্রাম

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে চীন দূতাবাসের অনুদান সামগ্রী

মোহনা অনলাইন

কক্সবাজারের উখিয়া, রোহিঙ্গা শরণার্থীদের মাঝে হস্তান্তর করেছে ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের দেওয়া বিভিন্ন অনুদান সামগ্রী।

নতুন বছরের শুভেচ্ছা স্বরুপ রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নের জন্য ডেস্কটপ , সেলাই মেশিন, শীতবস্ত্র,সোলার বিদ্যুৎ,ও ক্রীড়া সামগ্রী তুলে দেন বাংলাদেশের বেসরকারি সংগঠন আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মহিলা,কিশোর ও কিশোরীদের মাঝে এ অনুদান বিতরণ করেন।

শনিবার ৩০ ডিসেম্বর সকালে উখিয়ার বালুখালী ৯ নাম্বার ক্যাম্পে এ অনুদান সামগ্রী বিরতণ করেন।

বিতরণ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও ইসি সদস্য (অবঃ)ব্রিগেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের , এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ খান বাদল সহ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ক্যাম্প ইনর্চাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরনার্থীদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে প্রত্যাবাসন পর্যন্ত। বাংলাদেশ সবসময় আশা করে চীন এর মত বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের পাশে সবসময় থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button