শূন্য রানে ছয় উইকেট হারাল ভারত। তবে সেই লজ্জার রেকর্ড সেখানেই শেষ হয়নি। বুধবার কেপটাউনে ভারতীয় ব্যাটিংয়ের অদ্ভুত পতনের সাক্ষী থাকল ক্রিকেটমহল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস।
কেপটাউন টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায়। ৬ উইকেট পাওয়া মোহাম্মদ সিরাজের আগুনে পেসের পর ব্যাট হাতে লিডও তুলে নিয়েছিল ভারত। কিন্তু এরপরই তারা লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে। শূন্য রানেই শেষ ৬ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির ৪৬ রানের ওপর ভর করে ১৫৩ রানে থামে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।
২০২০ সালে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউটের পরে টেস্টের ইতিহাসে আরও একটি চরম লজ্জার মুখে পড়ল টিম ইন্ডিয়া।