ইউরোপের নিজেদের ফুটবল যাত্রা শেষ করেছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনও ক্যারিশমা দেখিয়ে চলেছেন বর্ষসেরা তালিকায় থাকা এই দুই তারকা। গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো এবং ইন্টার মায়ামি প্রথম শিরোপা এনেছে মেসির হাত ধরেই।
বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। ফিফপ্রোর বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য যে ২৩ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়েছে সেখানেই আছেন এই দুই মহাতারকা।
২৩ সদস্যের স্কোয়াডে রয়েছে তিন গোলকিপার। সেই সাথে ৬ ডিফেন্ডারের সাথে ৭ মিডফিল্ডার ও ৭ উইংগার। সর্বোচ্চ ১০ জন জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ থেকে। ৭ জন লা লিগার। ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই দলে এসেছেন ৯ জন।
২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, থিবো কোর্তোয়া, এডারসন।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, রদ্রি, বের্নার্দো সিলভা, লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, ইলকায় গুন্দোয়ান।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভিনিসিউস জুনিয়র।