খেলাধুলা

বিজয়ের পরদিনই অনুশীলনের মাঠে সাকিব

মোহনা অনলাইন

রোববার জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরের হাজির হন সাকিব। নির্বাচনের পরদিনই তাকে ব্যাট নিয়ে মাঠে নেমে পড়তে দেখা যায়। কারণটাও স্পষ্ট। ইতিমধ্যেই বাজতে শুরু করেছে  বিপিএলের দামামা। বিপিএল এখন সাকিবসহ সব ক্রিকেটারের মনোযোগের শীর্ষে।

মিরপুরে কিছু সময় কাটিয়ে দুপুর গড়াতে সাকিব চলে যান বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে যোগ দেন বিপিএল দল রংপুর রাইডার্সের অনুশীলনে। সেখানে শুরুতে হালকা দৌড়ানোর পর মিনিট বিশেক স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেন জাতীয় দলের অধিনায়ক।

আগামী ১৯ জানুয়ারি দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দশম আসর। এবার বিপিএলে খেলতে দেখা যাবে দুজন সাংসদকে! মাশরাফি বিন মর্তুজা সাংসদ হিসেবে আগেও খেলেছেন এই আসরে। এবার তার সঙ্গে যোগ হলেন সাকিবও।

সদ্য জাতীয় নির্বাচনে জিতে সংসদ সদস্য হওয়া তারকা ক্রিকেটারের কাছে  সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, সংসদ সদস্য নাকি অধিনায়ক, কোন পরিচয়ে এখন ডাকতে হবে? মুখে হাসি রেখে সাকিব বললেন ‘যা ইচ্ছা ডাকেন, কোনোটিতেই সমস্যা নেই’।

রংপুরের মতো সাকিবেরও বিপিএল নিয়ে একটাই লক্ষ্য—শিরোপা জেতা। তাঁর কথা, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, ইয়ে (চ্যাম্পিয়ন) ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একই সঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতিবছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button