ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন সময়ের সেরা তিন ফরোয়ার্ড আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। তবে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। এবারের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২২ সালের ফিফা প্রো বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি পর্তুগালের অধিনায়কের।
লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এতে আধিপত্য ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির। ইউরোপ ও ইংলিশ চ্যাম্পিয়নদের ছয় জন জায়গা পেয়েছেন একাদশে।
ফিফা বর্ষসেরা একাদশে তিন ডিফেন্ডারই সিটির- জন স্টোন্স, কাইল ওয়াকার ও রুবেন দিয়াস। এমনকি তিন মিডফিল্ডারের মধ্যে দুই জন কেভিন ডে ব্রুইনে ও বের্নার্দো সিলভাও একই ক্লাবের সদস্য। তৃতীয় জন রিয়াল মাদ্রিদদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। একাদশে রয়েছেন চার ফরোয়ার্ড। এর মধ্যে একজন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। তার সঙ্গে আক্রমণে রয়েছেন সিটির ট্রেবলজয়ী দলের মূল নায়ক নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। আক্রমণে তাদের সঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির এমবাপ্পে ও রিয়াল তারকা ভিনিসিউস।