সারা বছরই কম বেশি চুল পড়ার সমস্যা লেগেই থাকে। কোনও কোনওদিন চুল পড়া কমে। আবার কোনওদিন হয়তো অত্যাধিক চুল পড়ে। এর পিছনে অনেকগুলো কারণই আছে। বিভিন্ন কারণে চুল পড়ে। আবহাওয়া, দূষণ, অযত্ন তার অন্যতম কারণ।
কিন্তু কোনও কোনও ক্ষেত্রে নানা শারীরিক অসুস্থতার কারণে বা স্ক্যাল্পের গুরুতর সমস্যার জন্যেও চুল পড়া(Hair Loss) বাড়ে। তবে কেউ কেউ শীতকালীন চুল পড়ায় জর্জরিত হয়ে থাকেন। শীতকাল আসতে না আসতেই চুল পড়া অনেক বেড়ে যায়। এই আবহাওয়া পরিবর্তনের সময় থেকে সারা শীতকাল জুড়েই প্রতিদিন যেন দলা দলা চুল ওঠে।যেহেতু ঘরে থাকা কিছু উপাদানেই এ পদ্ধতিগুলো অনুসরণ করা যায়, তাই আর দেরি কেন! জেনে নিন সেসব-
নিমপাতা : নিমে রয়েছে বহু ঔষধি গুণ। চুল পড়া আটকাতেও এটি দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। যা চুলের গোড়া নরম করে খুশকি দূর করে পুষ্টি জোগায়। ফলে চুল আরো প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে ওঠে। ফলে চুল পড়া কমে।
গরম তেল ম্যাসাজ : নারকেল বা বাদামের তেল গরম করুন। এরপর আঙুল দিয়ে তা মাথার ত্বকে ব্যবহার করুন। এতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। নতুন চুলও গজাতে পারে মাথায়।
কলা, তেল ও মধুর মিশ্রণ : চুলের যত্নে আমরা নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। তবে তার অনেকগুলোই চুলের জন্য স্বাস্থ্যকর নয়। এতে চুল পড়ার আশঙ্কা বাড়ে। এর বদলে কলা, নারকেল তেল, অলিভ ওয়েল ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে।