বিপিএল) চলমান ১০ম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষ করেই দুবাই উড়াল দিয়েছেন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার শোয়েব মালিক। ব্যক্তিগত কারণেই হুট করে দুবাই গেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
কয়েকদিন ধরেই আলোচনায় আছেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, মালিক ব্যক্তিগত কাজে বাংলাদেশ ছেড়েছেন। দুবাইয়ে ব্যক্তিগত কাজ সেরে শীঘ্রই যোগ দেবেন দলে। সিলেট পর্বের ম্যাচগুলোতে আবারো খেলতে দেখা যাবে তাকে। শোয়েব মালিক বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলেছেন। তবে ৪১ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট সেভাবে হাসেনি। তার ব্যাট থেকে যথাক্রমে অপরাজিত ১৭, ৫ ও ৭ রানের ইনিংস এসেছে।
ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল। তারা অবস্থান করছে টেবিলের ছয় নম্বরে। শোয়েব মালিক বিপিএল ছাড়ার আগে তাকে সুযোগ দেয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার জন্য স্মরণীয়। সেজন্য আমি কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। এগুলো আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি, সেজন্য এখনও আমার ওপর মানুষের চোখ আছে।’