বিসিবি বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমবারের মত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। তবে বিসিবির সভাপতি মন্ত্রী হওয়ার পর পরবর্তী সভাপতি হওয়া নিয়ে সমালোচনার ঝর উঠেছে। বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে দেখা যেতে পারে কাকে।
সবচেয়ে বেশি নামের সেই তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজা ও ক্রিকেট বোর্ডের পরিচালক পরিষদের অন্যতম সদস্য আকরাম খান। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এক সাক্ষাৎকারে পরবর্তী সভাপতি হওয়ার তালিকায় কয়েকটি নাম বলেছিলেন। নামের সেই তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজা ও ক্রিকেট বোর্ডের পরিচালক পরিষদের অন্যতম সদস্য আকরাম খান।
সভাপতি হওয়ার তালিকায় নিজেদের নাম শোনার পর গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে অনুভূতি এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এটা ভালো, বড় একটা ব্যাপার যে উনার মাথায় আছে। বাকীটা আল্লাহর ইচ্ছা। এটা কোনো ব্যাটার না হলেও ভালো না হলেও কিছু করার নেই (সভাপতি)। কিন্তু যেই দায়িত্ব পেয়েছি….. খেলোয়াড় ছিলাম, নির্বাচক ছিলাম, অধিনায়ক ছিলাম তারপর বোর্ড ডিরেক্টর হয়েছি। তো সব সময় চেষ্টা করি যাতে দেশের ভালোর জন্য কাজ করতে পারি।’
এসময় বিসিবি সভাপতি মন্ত্রী হওয়ায় দেশের ক্রিড়াঙ্গনের জন্য ভালো হয়েছে বলে মনে করেন এই বিসিবি পরিচালক বলেন, ‘পাপন ভাই হয়েছেন (মন্ত্রী) এটা আমাদের খেলাধুলার জন্য খুবই ভালো। কারণ তিনি একজন ভালো সংগঠক। ক্রিকেট পছন্দ করেন তার সাথে সাথে প্রত্যেকটা খেলা তিনি খুব উপভোগ করেন।