
ঢাকার কেরানীগঞ্জে মিস্টার কেরানীগঞ্জ বডি ফিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা -২০২৪অনুষ্ঠিত হয়েছে। হামিদ স্পোর্টস একাডেমির আয়োজনে আগানগর আমবাগিচা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ১৭৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সাতটি ক্যাটাগরিতে তিনটায় এই প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় গিয়ে শেষ হয়। তিনজন বিচারকের রায়ে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সরকার উদ্দিন শাওন। তিনি এক লক্ষ টাকা ও একটি ক্রেস্ট উপহার পান। দ্বিতীয় স্থান অধিকার করেন আজাহারুল ইসলাম নিয়ন।তিনি পান ৫০ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকার করেন রফিকুল ইসলাম। তিনি পান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও উপজেলা পরিষদ ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটির চেয়ারম্যান সিমা হামিদ প্রমূখ। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে এখন থেকে প্রতি বছরই মিস্টার কেরানীগঞ্জ বডি ফিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কেরানীগঞ্জে অনুষ্ঠিত হবে।