মোস্তাফিজের মাথায় বলের আঘাত, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে হাসপাতালে। বল লাগার পর সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। প্রচুর রক্তক্ষরণের কারণে দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল।
মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই এই ঘটনা ঘটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় লিটন দাসের শট খেলা এক বল এসে লাগে মোস্তাফিজের মাথার পেছনের অংশে। জানা গেছে, বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে। আঘাত লাগার সাথে সাথে মোস্তাফিজ মাটিতে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।