সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর দাবি, বাংলাদেশে উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সেই সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘যখন আমি বিপিএল দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। এমনকি কিছু খেলোয়াড় কোনো মানেরই নয়।’
তিনি আরও বলেন, বিপিএল দেখতে গেলে বন্ধ করে দেন টিভি। তার এই মন্তব্যে বেজায় চটেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। টেনিস ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে হাথুরুর প্রসঙ্গ আসলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় হাথুরুর বিপিএল নিয়ে এমন বিরূপ মন্তব্যের কারণে তাঁকে শোকজ করবে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। গতকাল ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাথুরুর মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি।
বিসিবির চুক্তিতে থেকে হাথুরু এমন মন্তব্য করতে পারেন কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি জব করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কিনা।’
পাপন আরো বলেন, ‘আমি প্রথম কথাটা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারো পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া।
কোনো প্রকার ক্ষমতা ছাড়া। বিশেষ করে এই ধরনের (জায়গায়) যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’
এর আগে বিপিএল বিশ্বমানের হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, ‘কোনোভাবেই না। আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝে মধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
শুধু এতটুকুতেই থামেননি তিনি। আয়োজনটাকে তিনি উল্লেখ করেছেন সার্কাসের সঙ্গে। মূলত বিপিএল চলাকালীন বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালোভাবে দেখছেন না হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়রা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’