বিপিএলের পর মাত্র দুই দিনের বিরতি দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নামছে আন্তর্জাতিক ক্রিকেটে। এর আগে ২০২১ সালে মাত্র তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য লঙ্কানরা এলেও এবার তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সফর খেলতে এসেছে দলটি। সিলেটে আজ সন্ধ্যায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।
তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো নতুন আনুষ্ঠানিকভাবে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর সম্প্রতি তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে শান্তকে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে সফরকারী দল শ্রীলঙ্কা। গতকাল রবিবার (৩মার্চ )নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চায়ের বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে একই মাঠে ৬ ও ৯ মার্চ। এই সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
তবে নতুন দায়িত্ব পাওয়া শান্তর সামনে বড় চ্যালেঞ্জ প্রথম ম্যাচের একাদশ সাজানো। সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় দলের ব্যাটিং নিয়ে বাড়তি ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টির স্কোয়াডে একাধিক ওপেনার থাকায় একাদশ নির্বাচনে অনেকটাই চিন্তার ভাঁজ থাকবে টিম ম্যানেজমেন্টের।