আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ কিলামিটার দৌড় ও নারী ক্রীড়াবিদ সদস্যদের সম্মাননার
আয়ােজন করে ঢাকার ধানমন্ডিস্থ শৌখিন দৌড়বিদ, সাঁতারু ও সাইক্লিস্টদের সামাজিক সংগঠন “টিম ধানমন্ডি”।
আজ ৯ মার্চ সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডি লেক সংলগ্ন ১২/এ রোডের টিড়ি পয়েন্ট থেকে ৫ কিলােমিটার দৌড় শুরু হয়। এরপর ডিঙ্গি রেন্তারায় আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টিম ধানমন্ডির কৃতী নারীদের মুখ থেকে তাঁদের সাফল্যের অনু্রেরণাময় কথামালা শোনা হয়। আলােচনায় উঠে আসে বাধাবিয্প, ব্যাধি, মৃত্যুর শাক অতিক্রম করে দুর্দমনীয় মনােবলে এগিয়ে যাওয়া নারীদের প্রত্য়দীপ্ত জীবনের গন্প। টিম ধানমন্ডির এমন অকুতাভয় ১৫ জন নারী ক্রীড়াবিদ কৃতী নারীদের সম্মান জানিয়ে তাঁদের হাতে পুষ্পন্তবক তুলে দেন টিম ধানমান্ডির পুরুষ দদসদস্যগণ।
টিম ধানমন্ডির মুখপাত্র আমানুল হক আমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বেই
উদ্যাপিত হয় ৮ মার্চ। দৌড়ের মতাে সুস্থ বিনােদন ও নির্মল শরীর চ্চায় সাধারণকে অনুপ্রাণিত
করতে টিম ধান্মন্ডি নিবেদিত ভাবে কাজ করছে এরই ধারাবাহিকতায় নারী সদস্যদেরে বিভিন্ন
অর্জনের স্বীকৃতি ও তাঁদের সম্মান জানানোর জন্যইআমাদের আজকের আয়োেজন। টিম ধানমান্ডি
তার প্রতিটি নারী সদস্যদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে সচেতন থেকে অপেশাদার দৌড়বিদ
হিসেবে তাঁদের প্রতিষ্ঠায় কোজ করে যাছচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ক্রীড়াবিদদের হাতে টিম ধানমন্ডির পক্ষ
থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন জাতীয় ক্রীড়া পুরুষ্কার প্রাপ্ত এ্যাথলে্ট, বাংলাদেশ মহিলা
ক্রীড়া সংস্থার যুথ সম্পাদিকা, ও ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জনাবা
ফরহাদ জেসমিন লির্টি। তিনি তার বন্তব্যে টিম ধানর্মান্ডির উত্তরোত্তর সাফল্যে কামনা করেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জনাব গোেলাম গফুর বলেন, প্রতিষ্ঠাগ্ন থেকে টিম ধানমন্ডি
সাফল্য পেয়ে আসছে বর্তমানে দেশে আয়াজিত বিভিন্ন ইভডেন্ট আমাদের প্রাপ্তি ঈ্ষণীয় ও
দৃশ্যমান। নিয়মিত কর্মকাণ্ডের বাইরে এই দলের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন
ম্যারাথনে সাফল্যের সাথে অংশগ্রহণ করছে। তিনি টিম ধানমন্ডির এরকম ভিন্নমাত্রার
আয়ােজনের জন্য সকলকে সাধুবাদ জানান এবং আংশিক পৃষ্ঠপেষকতার জন্য সাজগোজ ডট
কম ও মিসেস দীনা জাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।