খেলাধুলা

৫০ ওভারের ক্রিকেটে ফিরতেই অস্বস্তিতে তামিম

মোহনা অনলাইন

ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) উদ্বোধনী দিনে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটা সুখকর করতে পারলেন না তামিম ইকবাল।

বিপিএলের শিরোপা জয়ের পর আবারও জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানোর সংবাদ এখন দেশিয় ক্রিকেটে টক অব দ্য টাউন। তাইতো ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর সাবেক এই টাইগার ওপেনারের দিকে। কিন্তু ফিফটি ওভারের ক্রিকেটে ফিরতেই অস্বস্তিতে তামিম। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলো না এই বাঁহাতির।

 মাত্র ১৭ রানে আউট হোন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। শাইনপুকুরের বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে ২৬ বলে তিন চারে ১৭ রান করেন তামিম। তবে ডিপিএলের প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৭১ রানে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচসেরা হয়েছেন নাজমুল ইসলাম অপু।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএলের প্রথম ম্যাচে হাসেনি তামিমের ব্যাট। ব্যক্তিগত ১৭ রান নিয়ে হাসান মুরাদের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। প্রথম উইকেটের পতনের পর ইনিংস বেশিক্ষণ লম্বা করতে পারেননি শাহাদাত দিপুও। ২৮ রানে তাকেও ফেরান মুরাদ।

এরপর মুগ্ধ-সানির দাপুটে বোলিংয়ে স্কোরবোর্ডে ১২৭ রান তুলতেই ৭ উইকেট হারায় প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেনের জুটি। শেষ উইকেটে তাদের ব্যাট থেকে আসে ৬৯ রান। ৪০ রানে অপুর উইকেট পতনে শাইনপুকুরকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় তামিমের দল।
 
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে বল হাতে চমক দেখান পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি জাতীয় দলের এই পেসার।

উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে থাকা শাইনপুকুর দলের হাল ধরেন মার্শাল আইয়ুব ও জিসান। তবে ইনিংস লম্বা করতে পারেননি তারাও। হাসান মাহমুদের দাপটে স্কোরবোর্ডে ৭৪ রান তুলতেই আরও ৫ উইকেট হারিয়ে হতাশার সমুদ্রে ডুবে যায় শাইনপুকুর।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button