কিছুতেই যেন থামছে না বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে তামিম ইকবালকে নিয়ে আলোচনা। গত বছর হঠাত করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর আবার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারও করেছেন, ছেড়েছেন অধিনায়কত্ব।
বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব গত এক বছরের বেশি সময় দেশের ক্রিকেটকে ব্যস্ত রেখেছে। দ্বন্দ্বটা এতই চরমে পৌঁছে গিয়েছিল যে, বিশ্বকাপ দল থেকে তামিমকে ছিটকে দেওয়ায় ভূমিকা রেখেছে। এমনকি এর মধ্যেই জাতীয় দলে তামিমকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিসিবি।
গত রাতে সতীর্থ এবং ছোট ভাই মেহেদি হাসান মিরাজের সঙ্গে তামিম ইকবাল খানের ফোনালাপ ফাঁস করেছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। ফোনালাপ ফাঁসের এই ঘটনায় তামিম-মুশফিকের ভক্তদের মাঝে নানা ধরনের প্রশ্ন জেগেছে। নতুন কিসের দল বানাচ্ছেন মুশফিক, তামিমই বা তাতে বিরক্ত কেন-এসবের উত্তর খুঁজছেন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এসব প্রশ্নের উত্তর আজ সন্ধ্যায় পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে আজ ২০ মার্চ দেশ সেরা ওপেনার তামিম ইকবালের জন্মদিন। ৩৫ পেরিয়ে ৩৬ বছরে পা রাখলেন এই তারকা। জন্মদিন ও ফোনকলের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম। তিনি লিখেছেন, জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।