সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে দশ দল নিয়ে নারীদের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল ইসলাম নাদেল।
দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী দলের। যদিও এখনো ঠিকঠাক হয়নি তারিখ। সিরিজের ম্যাচগুলো সিলেটের মাটিতেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই হবে ভালো অনুশীলন।
নাদেল বলেন, ‘ভারত আসবে। তারা বিশ্বকাপের আগেই আসবে। আমাদের এখানে তারা একটি সিরিজ খেলবে। সেটা পুর্ণাঙ্গ কিনা এখনও জানানো হয়নি। আমরা জানিয়ে দিবো। ভেন্যু এবং কতগুলো ম্যাচ হবে আমরা জানিয়ে দেব।’
এদিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এরই মাঝে বাংলাদেশে চলে এসেছে অস্ট্রেলিয়া। এরই মাঝে একটি ওয়ানডে খেলছে দল দুটি। যেখানে বাংলাদেশ হেরেছে ১১৮ রানের বিশাল ব্যবধানে।
এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। সবশেষ ভারতীয় মেয়েদের সাথে ওয়ানডে সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ ১-১ এ ওয়ানডে সিরিজ ড্র করেছিল।