বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই সন্তানের মা তিনি। কাজ এবং সংসার দুটোই সমানতালে সামলাচ্ছেন। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। এবার নতুন দায়িত্বে সাইফ ঘরনি। ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে ঘোষণা করা হয়েছে কারিনার নাম।
শনিবার নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান কাপুরকন্যা। তিনি লেখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য।
২০১৪ সাল থেকেই ইউনিসেফের সঙ্গে কাজ করছেন বেবো। শুরুটা হয়েছিল সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেখান থেকেই তিনি হয়ে গেলেন ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শনিবার নিজেই ইনস্টাগ্রামে সেই গর্বের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন করিনা। নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত করিনা লিখেছেন, ‘আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। বিগত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফের সঙ্গে।
বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।’ এদিন তিনি আরও বলেন, ‘প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।’ নবাব ঘরনির মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউডের সহকর্মী থেকে অনুরাগীরা।