জীবনধারা

জেসিআই ঢাকা এমিনেন্ট ২০২৫ এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৌনতা আলম

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এমিনেন্ট ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম।

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জেসিআই ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দ।

২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- লোকাল এডভাইজার আশরাফুজ্জামান, আইসিটি এডভাইজার মাহবুব উল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আশরাফ এবং ইপশা আদিবা, ভাইস প্রেসিডেন্ট হুমায়রা চৌধুরী এবং ফারহানা মৌসুমি, সেক্রেটারি জেনারেল আবির আহমেদ খান, ট্রেজারার শারমিম সাত্তার অবনি, জেনারেল লিগ‍্যাল কাউন্সিল আল আমিন রকি, কমিটি চেয়ার মশিউর রহমান, ট্রেইনিং কমিশনার সিকান্দার বাপ্পি, লোকাল ডিরেক্টর হাবিবুর রহমান তন্ময় এবং ডা. শশী।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট মৌনতা আলম বলেন, দেশের বিভিন্ন সেবামূলক কাজে সব সময় এগিয়ে যাবো। সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মৌনতা আলম আরো বলেন, আমরা সারা দেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
দেশের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রান্তিক পর্যায় থেকে কাজ করা হবেও বলে জানান মৌনতা আলম।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির ও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button