বইমেলায় পাচ্ছেন মুকুলের ‘নীল কুয়াশায়’

বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল-এর নতুন সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশক অনিন্দ্য প্রকাশ।
বাঁ হাতের কব্জি উল্টে চোখ ঢাকলাম। আসলেই কী ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছি। ডান হাতের আঙুল দিয়ে বাম হাতে চিমটি কেটে দেখলাম। না, জেগেই তো আছি। তাহলে এমন ঘোর ঘোর কেন। ঘরটাও কেমন অচেনা লাগছে। এখানেই কী ঘুমিয়েছিলাম?
স্বল্প চেনা জানালার ওপাশের নিম গাছটা নড়েচড়ে উঠল চাঁদের আলোয়। সেই নীল আলোর তীব্র রেখাটা আড়াআড়িভাবে ছুটে আসছে সাগরের দিক থেকে। খুবই সূক্ষ্ম। অনেকটা ছেলেপেলেদের হাতে অন্ধকারে খেলনা লেজার লাইটের আলোর মতো। আলোটা স্থির হয়ে আছে জানালার ঠিক ওপরের দিকটায়।
বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশ-এর ৭২৫-৭২৮ নম্বর স্টলে। অনিন্দ্য প্রকাশ এর প্রকাশক আফজাল হোসেন জানান, লেখক রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে লিখছেন। মানুষের জীবনবোধ ও প্রত্যেকের আলাদা আলাদা ভাবনার জগত তার লেখার আলাদা বৈশিষ্ট্য। এর আগে তার উপন্যাস এবং সায়েন্স ফ্যান্টাসিগুলো পাঠকরা গ্রহণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে। নীল কুয়াশায় সায়েন্স ফ্যান্টাসিটিও আশা করি পাঠকদের ভালো লাগবে।
এছাড়া তার উপন্যাস ‘শিশমহল’, ‘অন্ধকারে একা’, ‘পথ হারিয়ে পথে’, ‘অমাবস্যায় কালো চাঁদ’, ‘ দোলনচাঁপার ঘ্রাণ’, ‘প্রজাপতি মন’, ‘এখন অনেক রাত’, ‘নদীর নাম ময়ূরাক্ষী’; সায়েন্স ফ্যান্টাসি ‘বোবা’, ‘ব্ল্যাক নাইট’, ‘মাইক্রোপিপ’, ‘সেন্টমার্টিনে টিনা’, ‘স্কুল ট্রিপে নাসা অভিযান’, ‘মৃত্যুপুরী টাইটান’; গল্পের বই ‘পরী’ এবং কবিতার বই ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’ উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম।