জীবনধারা

তানিয়া আফরিন ২৪তম বাবিসাস অ্যাওয়ার্ডে ‘সেরা উপস্থাপক’ পুরস্কার জিতলেন

মোহনা অনলাইন

প্রখ্যাত প্রোগ্রাম উপস্থাপক তানিয়া আফরিন ২৪তম বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে ‘সেরা উপস্থাপক’ পুরস্কার অর্জন করেছেন। বিএফডিসির এটিএন বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য গণমাধ্যম ও বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়।

উপস্থাপনার ক্ষেত্রে দক্ষতার অনন্য দৃষ্টান্ত

তানিয়া আফরিন দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, দীপ্ত টিভি, গাজী টিভি এবং চ্যানেল ৯-সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় চ্যানেলে তার দক্ষতা প্রমাণ করেছেন। তার সাবলীল উপস্থাপনা, স্বতঃস্ফূর্ত বক্তব্য এবং দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে “ফিফটি পারসেন্ট” নামক বিশেষ টক-শো উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠানটি নারীদের সাফল্য ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে, যা দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার দক্ষ উপস্থাপনা এই অনুষ্ঠানের গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলেছে।

অর্জনের ধারাবাহিকতা

এই পুরস্কারটি তানিয়া আফরিনের সফল ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে তিনি দক্ষিণ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (টিআরইউবি) অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন, যা তার প্রোগ্রাম ও সংবাদ উপস্থাপনার উৎকর্ষতাকে স্বীকৃতি দেয়।

পুরস্কার গ্রহণের পর তানিয়া আফরিন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার দর্শক, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের জন্যও। তারা সবসময় আমার পাশে থেকেছেন, সমর্থন করেছেন। বাবিসাসকে ধন্যবাদ এমন একটি স্বীকৃতি দেওয়ার জন্য।”

২৪তম বাবিসাস অ্যাওয়ার্ড এবছরও গণমাধ্যম ও বিনোদন জগতের অসামান্য কৃতিত্বকে সম্মানিত করেছে। তানিয়া আফরিনের এই অর্জন প্রোগ্রাম উপস্থাপনার ক্ষেত্রে তার প্রতিভা ও উদ্ভাবনী দক্ষতার এক উজ্জ্বল প্রমাণ।

বাংলাদেশের প্রোগ্রাম উপস্থাপনার জগতে তার সাফল্য আরও অনেক নতুন উপস্থাপককে অনুপ্রাণিত করবে এবং তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে আরও উচ্চতায় পৌঁছাবেন—এমনটাই প্রত্যাশা তার অসংখ্য দর্শকের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button